এই আমি

আমি তানবিন ইসলাম সিয়াম, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ছাত্র। যদিও আমাকে এখন খুলনা থাকতে হয়, আসলে আমরা থাকি ঢাকার মিরপুরে। আমার ভালো লাগে বিজ্ঞান, প্রযুক্তি, জ্যোতির্বিদ্যা এইসব। গান শুনি; অল্টারনেটিভ রক, হার্ড রক, পাংক্ রক, মেটাল, নিও মেটাল, নজরুলগীতি, রবীন্দ্র সঙ্গীত ভালো লাগে।

I am Tanbin Islam Siyam, studying Computer Science & Engineering in Khulna University of Engineering & Technology. My family live in Mirpur, Dhaka. I love technology. Astronomy is another zone of my interest.

facebook twitter Linkedin about.me DeviantArt

Microsoft Student Partner

22 Responses to এই আমি

  1. Rony বলেছেন:

    আপনার ব্লগের লিঙ্ক পেয়ে ভাল লাগছে ভাইয়া। মাঝে মাঝেই ঘুরে যাব আপনার ব্লগ।

  2. অভ্রনীল বলেছেন:

    আপনার ব্লগের নিচের বামপাশের অভ্রের লোগোটা একটা ব্যানার বানাতে ব্যবহার করলাম। আমার ব্লগের উপরে বামপাশে ব্যানারটা দেখতে পাবেন। না জিজ্ঞেস করেই ব্যবহার করেছি বলে আন্তরিকভাবে দুঃখিত। আপনার আপত্তি থাকলে ওটা সরিয়ে দেব…

  3. mahmud faisal বলেছেন:

    থিমটা আসলেই জোস… লেখাগুলা পড়তে control+ চাপ্তে হলো…

    তুই দুই তিন লাইনে নিজের ব্যাপারে বলে ফেললি কী সুন্দর করে! আমি বহু হাউমাউ করেও পারি নাই ভালো করে নিজের ব্যাপারে উপস্থাপন করতে।
    খিকয

    • potasiyam বলেছেন:

      😀
      এতটুকু লিখার পর অনেক ভেবে চিন্তে দেখলাম আমার আর কিছু বলার নাই। বোধহয় আমি নিজেই আমার সম্পর্কে বেশি কিছু জানিনা।

      থিমটা নিয়ে আমি সত্যিই লজ্জিত। এত ভালো লাগে, যদি css-টা শুধু এডিট করতে পারতাম! থিমটাই বদলে ফেললাম।

  4. Connor Franklin বলেছেন:

    এতটুকু লিখার পর অনেক ভেবে চিন্তে দেখলাম আমার আর কিছু বলার নাই। বোধহয় আমি নিজেই আমার সম্পর্কে বেশি কিছু জানিনা।
    +1

  5. isfarahmad বলেছেন:

    ভাইয়া , এম এস পি এর লোগোটা কি আপনার বানানো ?

  6. হিমেল বলেছেন:

    অল্প কথায় নিজের সম্পর্কে অনেক কিছু বললেন। আপনার সম্পর্কে কিছুটা জানতে পেরে ভাল লাগলো।

    আপনার ব্লগ থেকে অভ্রের অ অক্ষর টি নিয়ে গেলাম। আশা করি অনুমতি প্রদান করবেন।

    ধন্যবাদ।

  7. sush বলেছেন:

    potash,ki korbo ksui to bujtc na mia

  8. sush বলেছেন:

    potash amr pic dkha jasse na kno………………

  9. anike বলেছেন:

    পোষ্টের দিক থেকে ব্লগ এত গরিব কেন?

  10. Syed Ataul Haque বলেছেন:

    খুবই ভালো লাগলো ব্লগখানা। আজই প্রথম দেখলাম। প্রথমদিককার সব পোষ্ট আছে কি? নানারকম ফন্ট সংগ্রহ করতে ভলোবাসি। সেজন্য ফন্ট ডেভেলপমেন্ট সম্পর্কেও জানতে চাই। পরে আরো কথা হবে। ভালো থাকবেন।

  11. পিংব্যাকঃ আমার ২০১০ সালের ব্লগজীবনের রিভিউ « টেস্টটিউব

  12. Rashed বলেছেন:

    ami shob shomoy e pore thakbo tomar blog e… :D.. nice man..

Rashed এর জন্য একটি উত্তর রাখুন জবাব বাতিল