কালপুরুষ: নতুন বাংলা ফন্ট

আমার প্রথম ফন্ট Siyam Rupali সফল হবার দু’বছর পর আমি শুরু করি অভ্র ফন্ট ডেভেলপমেন্ট প্রজেক্টের অধীনে আমার দ্বিতীয় ফন্টের কাজ। এর নাম দিয়েছি কালপুরুষ। নানান ব্যস্ততায় বারবার এর কাজ পিছিয়ে যেতে থাকলেও এবার মোটামুটি তাড়াহুড়ো করেই এর প্রকাশ করতে চাচ্ছি। এটাই সম্ভবত চতুর্থ বাংলা ডেল্টা হিন্টেড ফন্ট (বাকি তিনটা হল- সিয়াম রূপালী, বৃন্দা, সোনার বাংলা)।

দেখুন কিছু প্রিভিউ-

preview of kalpurush

কালপুরুষে লেখা কালপুরুষ

Smoothing of kalpurush

বিভিন্ন সাইজে হিন্টিং

বিভিন্ন সাইজে হিন্টিং

যেসব কাজ বাকি-

১. ওপেনটাইপ লেআউট টেবলে কোন ভুল থাকলে খুঁজে বের করা।
২. হিন্টিং
ক. যুক্তাক্ষর
খ. দুটি অক্ষরের মাঝের ফাঁকাস্থান।
৩. র-এ য ফলার জন্য একটা ব্যবস্থা করা।

ইত্যাদি ইত্যাদি।

আরো জানতে মেইল করতে পারেন siyam[at]omicrolab.com

ফন্টটির সম্ভাব্য মুক্তির তারিখ ২৬ মার্চ।
ফন্টটিকে অভ্র ৫ এর সাথে মুক্তি দেয়া হবে।

আপডেট: গত ৩০ সেপ্টেম্বর ২০১০ তারিখে মুক্তি পেয়েছে অভ্র ৫ এর বেটা সংস্করণ। এর সাথে কালপুরুষ এবং সিয়াম রুপালির সর্বশেষ সংস্করণ অন্তর্ভুক্ত।

আপডেট ২: ১ জানুয়ারি  ২০১১ তারিখে মুক্তি পেয়েছে অভ্র ৫ এর ফাইনাল সংস্করণ ৫.১.০। এর সাথে কালপুরুষের ০.২৫৬ সংস্করণ অন্তর্ভুক্ত। এছাড়া ফন্টটি পাওয়া যাবে ওমিক্রনল্যাব.কম এর ফন্ট ডাউনলোড সেকশনে।

This entry was posted in কাজকর্ম, প্রযুক্তি and tagged , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

42 Responses to কালপুরুষ: নতুন বাংলা ফন্ট

  1. Mahmud faisal বলেছেন:

    অপেক্ষায় আছি…
    পেলেই ঝটপট নিয়ে নেব… 😀 😀

  2. nafsadh বলেছেন:

    সুন্দর, আশা করছি একটি পূর্ণাঙ্গ সুন্দর বাংলা ফন্টেরে প্রয়োজন মেটাবে কালপুরুষ।

  3. m@q বলেছেন:

    পেলে উবুন্টুতে ইন্সটল করে দেখবো কেমন লাগে।

  4. হিমেল বলেছেন:

    শুভ কামনা রইল, মুক্তি পেলেই ডাউনলোড করে উবুন্টুতে ব্যবহার করবো।

    অপেক্ষায় রইলাম।

  5. অপেক্ষায় থাকলাম ভাইয়া আমার উবুন্টুতে নতুন একটা ফন্ট দেখার …

  6. Rony বলেছেন:

    অগ্রীম অভিনন্দন ভাইয়া। শুভেচ্ছা রইল।

  7. Fahim Murshed বলেছেন:

    Awsome. Beautiful. I like this.

    wish u best of luck

  8. পিংব্যাকঃ ছুটিতে ঢাকায় ও অন্যান্য « টেস্টটিউব

  9. murshed ahmmad khan বলেছেন:

    জটিল! অসাধারণ! 🙂

    that’s really great. carry on.

  10. আলোর ছটা বলেছেন:

    অপেক্ষায় রইলাম… সেই সাথে রইল শুভকামনা।

  11. Bionic Man বলেছেন:

    খুবই মহতি কাজ!!! আপনি একটা সময় ইতিহাস হয়ে যাবেন মনে হচ্ছে !! আমার নাতীর নাতী রা আপনার কর্মজীবনের উপর রিসার্চ করে পিসড…নেবে…

    কালপুরুষ তো তারার নাম তাই না? ফন্ট টা একটু গাড় মনে হচ্ছে কালপুরুষ তারা গুলো এক সাথে থেকে যে গাড়ত্ব সৃষ্টি করে সে টাই প্রকাশ পাচ্ছে ।

  12. Mithu বলেছেন:

    অভিনন্দন এবং ধন্যবাদ!!

    সিয়াম রুপালি ফন্ট টি কেবল ব্যাবহারই করতাম,জানতাম না আপনার করা..

    অনেক শুভকামনা রইল!

  13. স্বপ্নচারী বলেছেন:

    ম্যাক কম্প্যাটিবিলিটি থাকলে খুশি হবো।

  14. Omi Azad বলেছেন:

    Replace SolaimanLipi with this font 🙂

    • potasiyam বলেছেন:

      অমি ভাই, এ ব্যাপারে আমি তো বলতে পারবোনা :D। দেখা যাক ইউজাররা কি বলে।
      সোলাইমানলিপি পুরোপুরি রিপ্লেস করা তো কঠিন কাজ, কিঞ্চিত রিপ্লেস মনে হয় করা যাবে। 🙂

  15. Black_Heart বলেছেন:

    আমি তো আশা করি কর্তৃপক্ষের কাছ থেকেই ফন্টটা “মারতে” পারবো। কি বলেন সিয়াম ভাই?

  16. Ranadipam Basu বলেছেন:

    আপনার বৃন্দার চেয়ে এই কালপুরুষ ফন্টটা আকর্ষণীয় হবে মনে হচ্ছে!
    অভিনন্দন !
    অপেক্ষায় থাকলাম। ধন্যবাদ।

  17. microqatar বলেছেন:

    ফন্ট দেখেতে বেশ!
    অপেক্ষায় রইলাম।

  18. লিন বলেছেন:

    ফন্ট বানানো নিয়ে সচলায়তনে আপনার পোস্টটি ভালো হয়েছে।

  19. mahmud faisal বলেছেন:

    বিখ্যাত মানুষ আমাদের সিয়াম ভাই 😀 😀

  20. পিংব্যাকঃ ছুটিতে ঢাকায় ও অন্যান্য | টেস্টটিউব

  21. শুভ ০৭০৭০২২ বলেছেন:

    খুউউউব ভালো লাগল। আরো ভালো কিছু আশা করি।

  22. মানব বলেছেন:

    বাংলায় অভ্র-র চেয়ে ভাল কিছু হয় বলে মনে হয় না।
    কালপুরুষ-এর মুখটা ভাল হবে মনে হচ্ছে।
    আপনাদের মতো মানুষদের নিষ্ঠার ফলে বাংলার ফন্ট ভান্ডার সমৃদ্ধ হচ্ছে ঠিকই; বাংলা লেখার প্রচলন বাড়াটাও দরকার। এত ভাল ভাল কাজ হচ্ছে বাংলা নিয়ে অথচ আজও আমরা রোমান হরফে বাংলা লিখছি। আমি তো বাংলায় চ্যাট পর্যন্ত করাই; কয়েকজনকে বেশ নেশা ধরিয়ে দিয়েছি। এভাবেও যদি বাংলার একটা উপকারে লাগি!
    কৃতজ্ঞতা, আপনাকে।

  23. পিংব্যাকঃ আমার ২০১০ সালের ব্লগজীবনের রিভিউ « টেস্টটিউব

  24. গৌতম বলেছেন:

    একসময় একচ্ছত্রভাবে সোলায়মানলিপি ও সুতন্বীএমজে ব্যবহার করতাম। এখন কালপুরুষ ব্যবহার করছি। অনেক ধন্যবাদ সিয়াম।

  25. পিংব্যাকঃ আমার ২০১০ সালের ব্লগজীবনের রিভিউ « টেস্টটিউব

  26. কালপুরুষ বলেছেন:

    জটিল সব ফন্ট তৈরি করেছেন। এগিয়ে চলুন আমরা আছি আপনার সাথে। আর একটা কথা ফন্ট তৈরি বিষয়ে টিপস কোথায় পাবো বলতে পারেন । আমিও দুই একটা বাকা চোরা ফন্ট বানাতাম আর কি।

  27. কাজী ফয়েজ আহমদ বলেছেন:

    হেডারের “টেস্টটিউব” লেখাটা কোন ফন্ট। আসলে বাংলা লাইট ফন্ট এর আগে দেখিনি। এই ফন্টটা পাওয়া যাবে কি?

লিন এর জন্য একটি উত্তর রাখুন জবাব বাতিল